মাশরাফি মর্তুজাঃ শ্রীলংকা সফরে হঠাৎ করে অবসরের ঘোষণা দেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। সেই ম্যাচে সতীর্থরা তাকে জয় উপহার দিয়ে বিদায় জানান। তার আগে ম্যাশের অধিনায়কত্বে টানা ৮ ম্যাচে পরাজয়ের মুখ দেখে বাংলাদেশ ক্রিকেট দল।

সাকিব আল হাসানঃ মাশরাফি মর্তুজা টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তার জায়গায় অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন সাকিব আল হাসান। শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ পরাজয়ের পর ইঞ্জুরির কারণে শ্রীলংকা সিরিজ মিস করেন। নিদাহাস ট্রফিতে ফিরেই তার অধিনায়কত্বে লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ, নিদাহাস ট্রফির ফাইনাল ও আফগানিস্তান সিরিজে মিলিয়ে এরপর টানা তিন হার টাইগারদের।

মাহমুদউল্লাহ রিয়াদঃ নিয়মিত অধিনায়ক ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে অধিনায়কত্ব করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওই সিরিজে টানা দুই হারের পর নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে হার, এরপর শ্রীলংকার বিপক্ষে জয়ের পরের ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়ে আপাতত শেষ হয় রিয়াদ অধ্যায়।

বাংলাদেশের খেলা সর্বশেষ ২০ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৯ ম্যাচে নেতৃত্ব দেন মাশরাফি মর্তুজা, তার জয়ের সংখ্যা ১ টি, দ্বিতীয় সর্বোচ্চ ৬ ম্যাচে অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান তার জয়ের সংখ্যাও ১ টি। এই সময়ে ৫ ম্যাচে ক্যাপ্টেন্সি করেন মাহমুদুল্লাহ রিয়াদ, তার জয়ের সংখ্যাও ১, সবগুলো জয়ই শ্রীলংকার বিপক্ষে শ্রীলংকার মাটিতে।।