ওয়াস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের শুরুটা হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হয়ে আজ দ্বিতিয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

এই টেস্ট সিরিজ শেষ হলে ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে মাশরাফি সহ মোট ৬ জন খেলোয়ার। কিন্তু ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার স্ত্রী অসুস্থ থাকার কারণে ওয়ানডে সিরিজ খেলাটা অনিশ্চি হয়ে পড়েছে। তাবে আজ সকালে অনেকটা খুশির খবর শুনালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।  তিনি জানালেন, সব কিছু ঠিক থাকলে এবং মাশরাফির স্ত্রী সুমীর শরীরে নতুন কোন সমস্যা দেখা না দিলে মাশরাফি হয়তো ওয়ানডে সিরিজে থাকবেন।

নান্নু আরও বলেন, মাশরাফির স্ত্রীকে অ্যাপেলো হাসপাতাল থেকে তার বাসায় আনা হইছে। তার রক্তে ব্যাকটেরিয়াজনিত জ্বরের কারণে যে ইনজেকশন পুশ করা হচ্ছে, সেটা বাসায় দেয়ার ব্যবস্থা করা হয়েছে। ১৫ জুলাই পর্যন্ত ঐ ইনজেকশন চলবে। এর মধ্যে কোন সমস্যা দেখা না দিলে হয়তো ইনজেকশন শেষ হবার পরও আরও একদিন দেখবেন মাশরাফি। যদি সৃষ্টিকর্তার দয়ায় সব কিছু ঠিক থাকে, তাহলে তার ১৬ জুলাই যাবার সম্ভাবনা আছে ।