গতকাল সোমবার রাত ১টা ৪০ মিনিটে ওয়েস্ট-ইন্ডিজের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি এখনো জ্যামাইকা পৌঁছাননি। তিনি জ্যামাইকা পৌঁছাবেন আগামীকাল ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত দুইটায় (জ্যামাইকার সময় দুপুর তিনটা)। বর্তমানে নিউইয়র্কে আছে মাশরাফি।

বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজের ভাইস চ্যান্সেল একাদশের সাথে একদিনের প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করতে পারছে না মাশরাফি। কারণ তিনি জ্যামাইকা পৌঁছবেন কাল স্থানীয় সময় বিকেল তিনটায় আর প্রস্তুতি ম্যাচ শুরু হবে তারও আগে।

স্ত্রীর অসুস্হাতার কারণে উইন্ডিজে যাওয়া অনিশ্চিত ছিলো মাশরাফি। কিছুদিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকার পর  তার স্ত্রীরির স্বাস্থ্য কিছুটা উন্নতি হলে গতাকাল সোমবার দেশ ছাড়েন মাশরাফি।

২২ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মাশরাফি। আগামী ২০ জুলাই থেকে দলের প্র্যাকটিসে যোগ দিবেন তিনি। তার মানে ওয়ানডে সিরিজ শুরুর আগে জ্যামাইকায় দুদিন পুরো প্র্যাকটিস সেশন পাবেন অধিনায়ক মাশরাফি।