জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে ২০০০ সাল থেকে এখনো পর্যন্ত এশিয়ার মাটিতে সর্বনিম্ন ২০টি টেস্ট খেলা পেসারদের স্ট্রাইক রেট ও গড় হিসেবে করে সেরা ১২ বোলারের দুটি তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।

২০০৯ সালের পর কোন টেস্ট না খেললেও এই দুটি তালিকাতেই যথাক্রমে দশ ও এগারো নম্বরে অবস্থান করছে মাশরাফি৷ ৪১.৫৩ গড় নিয়ে তালিকার ১১ নম্বরে ও ৮০ এর কাছাকাছি স্ট্রাইকরেট নিয়ে ওই তালিকার দশ নম্বরে অবস্থান করছেন মাশরাফি।  আর ২২ এভারেজ ও ৪০ স্ট্রাইক রেট নিয়ে দুই তালিকারই শীর্ষে অবস্থান করছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

ক্রিকইনফোর প্রকাশিত সেরা ১২ বোলারের তালিকা :

১) ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা),

২) শোয়েব আখতার (পাকিস্তান),

৩) লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা),

৪) দিলহারা ফারনান্দো (শ্রীলংকা),

৫) ওমর গুল (পাকিস্তান),

৬) চামিন্দা ভাস (শ্রীলংকা),

৭) জহির খান (ভারত),

৮) জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড),

৯) ইরফান পাঠান (ভারত),

১০) মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ),

১১) সুরাঙ্গা লাকমল (শ্রীলংকা),

১২)জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)।