আজ উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।  টেস্ট সিরিজে বাজে ভাবে হেরে এখন ঘুড়ে দাঁড়াতে চায় বাংলাদেশ।

আর তাই মাশরাফি বলেন,

টেস্ট হারে মানসিক অবস্থা কিছুটা খারাপ হওয়াই স্বাভাবিক। এর থেকে আমাদের বের হতে হবে। আমরা যে এখানে ভালো খেলতে পারবো না তা না। আমাদের সামর্থ্য আছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও ভালো খেলার। 

এসময় মাশরাফি বললেন,

ওয়েস্ট ইন্ডিজের এমন পেস উইকেটে অনেক রান করতে হবে। রান করতে পারলেই ম্যাচ জেতা অসম্ভব কিছু না।  তিনি আরও বলেন, ওয়ানডে সিরিজ নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। আমাদের মূল লক্ষ্য টেস্টে হার থেকে বেরিয়ে আশা। দুই টেস্ট হারে আমাদের সমর্থকরাও ভালো কিছু আশা করতে পারছে না, তবে আমরা এসব নিয়ে ভাবছি না। ভাবনা শুধু ভালো ক্রিকেট খেলা। 

এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বলেন,

এখান থেকেই আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হবো। বিশ্বকাপ শুরুর প্রায় এক বছর সময় আছে। আমাদের কোচিং স্টাফে ঢেলে সাজানো হয়েছে বিশ্বকাপের কথা মাথায় রেখে। আশা করি ভালো কিছুর।টেস্ট সিরিজে দলের অভিজ্ঞরা খারাপ খেলেছে। নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে কম কথা উঠেনি। 

মাশরাফি বলছেন,

তামিম, সাকিব, রিয়াদ, মুশফিকের মতো খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। তারা আগেও প্রমাণ করেছে নিজেদের। আমি মনে করি ওয়ানডে সিরিজেও তার প্রমাণ পাবেন।