আন্তর্জাতিক খেলা বা যেকোনো খেলায় নজর থাকে রানের দিকে। আরেকটা নজর থাকে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির দিকে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মানে ৬ তামিম ইকবালের।এরপর মুশফিকের।এনারা দুজনেই শতাধিক ৬ মরেছেন।

কিন্তু এরপর কে আছেন? হ্যা মাশরাফি বিন মর্তুজা। টেস্টে ২২ ছক্কা,ওয়ানডে তে ৫৩ ছক্কা ও টি২০ তে ২৩ ছক্কা আছে মাশরাফি বিন মর্তুজার। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৯৮ ছক্কা।যেহেতু ম্যাশ কেবল ওয়ানডে খেলেন।তাই আর মাত্র ২ ছয় মাতে পারলেই ৩য় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিকে শততম ছক্কার মাইলফলক স্পর্শ করবেন মাশরাফি।