ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভরাডুবির পর ওয়ানডে সিরিজ শুরু করেছে জয় দিয়ে। প্রথম ওয়ানডেতে সাকিব-তামিমের ব্যাটে ও মাশরাফির বোলিং যদুতে ৪৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। তাই একই ভেন্যুতে আজ দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

দ্বিতিয় ম্যাচের একাদশে আসতে পারে পরিবর্তন। প্রস্তুতি ম্যাচে ০ রানে আউট হওয়ার পর প্রথম ওয়ানডেতেও ০ রানে আউট হয়েছেন এনামুল হক বিজয়। তাই আজকের একাদশে হয়তো দেখা যাবেনা তাকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

১) তামিম ইকবাল,

২) লিটন দাস,

৩) সাকিব আল হাসান,

৪) মুশফিকুর রহিম,

৫) মাহমুদউল্লাহ রিয়াদ,

৬) সাব্বির রহমান,

৭) মেহেদি হাসান মিরাজ,

৮) মাশরাফি মর্তুজা,

৯) মুসাদ্দেক হোসেন সৈকত,

১০) রুবেল হোসেন,

১১) মোস্তাফিজুর রহমান।