আবারো তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ। শেষ মুহুর্তে ১৩ বলে ১৪ রান নিতে ব্যার্থ টাইগাররা। তখন মাঠে ছিলো মুশফিক আর সাব্বির। তারা দুই জন মাঠে থেকে ম্যাচ বের করে আনতে পারেনি। এই পরাজয় যে হতাশার তা শিকার করেছেন অধিনায়ক মাশরাফিও।

ম্যাচ শেষে অধিনায়ক বললেন সেই হতাশরই কথা, ‘অবশ্যই এ ধরনের ম্যাচ হারা হতাশার। ১৩ বলে ১৪ রান লাগবে, ৬ উইকেট হাতে, সেখান থেকে ম্যাচ হারার আসলেই কথা না।’

মাশরাফি আরো বলেন, ‘আর এটা এমন না যে প্রথমবার হচ্ছে। রিসেন্টলি বেশ কয়েকবার হয়েছে। এটা আসলেই হতাশার। সহজেই খেলাটা শেষ করা উচিত ছিল। যেটা আমরা পারিনি।’

বর্তমান সময়ে বেশ কয়েকটি ম্যাচে বিজয়ের সম্ভাবনা জাগিয়েও পরাজিত হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে। দিনদিন শেষ মুহূর্তে ম্যাচ শেষ করতে না পারার সংখ্যাটা বেড়েই চলছে। কিন্তু এর কোনো সমাধান নেই। তবে মাশরাফীর মনে হচ্ছে তার দলের এমন ম্যাচগুলো উইকেটে থাকা ব্যাটসম্যানদের মাধ্যমেই ফলের মধ্য দিয়ে শেষ করে আসা উচিত। যা আজকে করতে ব্যর্থ হন মুশফিক-সাব্বির।