তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ২-১ ব্যাবধানে জয় লাভ করে বাংলাদেশ। এই সিরিজে পাঁচ জন সিনিয়র ক্রিকেটারের যৌথ পারফরমেন্সে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। এই সিরিজের দুই জয়ে সিনিয়রদের পারফরমেন্স ছিল উজ্জল, ঠিক ততটাই ছিলো অনুজ্জল জুনিয়ররা।

কয়েক বছর ধরেই বাংলাদেশের টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সব ফরমেটেই জয় এসেছে সিনিয়রদের হাত ধরে। আর এটিই ভাবাচ্ছে মাশরাফিকে। তাই টি-টুয়েন্টি সিরিজে ভালো করতে হলে জুনিয়দেরও ভালো পারফরমেন্স করতে হবে বলে মনে করেন তিনি৷

গতকাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘ছেলেরা ভালো ফর্মে আছে। তামিম, সাকিব, মুশফিক দুর্দান্ত খেলেছে। এখন জুনিয়রদের এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব নিতে হবে। টি-টোয়েন্টি সিরিজটা মোটেও সহজ হবে না। এই ফরম্যাটে খুবই শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ।’