
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই সিরিজে সেরা বলার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিন ম্যাচে সাত উইকেট শিকার করে সবার উপরে আছে মাশরাফি। প্রথম ম্যাচে ৩৭ রান খরচ করে নেয় চার উইকেট। এটিই সিরিজের সেরা বোলিং ফিগার। প্রতি ম্যাচে দিয়েছেন ৪.৯৬ ইকোনোমি রান। ৫টি উইকেট শিকার করে দুয়ে অবস্থান করছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইকোনোমিতে পিছিয়ে পাঁচ উইকেট নিয়ে তিনে আছেন রুবেল হোসেন।
বোলার-উইকেট-রান-বোলিং -গড়-ইকোনমিঃ
১) মাশরাফি বিন মুর্তাজা (বাংলাদেশ)- ৭- ১৪৪- ২০.৫৭- ৪.৯৬।
২) মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৫- ১৪২- ২৮.৪০- ৫.৩৫।
৩) রুবেল হোসেন (বাংলাদেশ)- ৫- ১৪৭- ২৯.৪০- ৬.১২।
৪) দেবেন্দ্র বিশু (ওয়েস্ট ইন্ডিজ)- ৪- ১৩৩- ৩৩.২৫- ৪.৪৩।
৫) জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৪- ১৬৮- ৪২.০০- ৫.৭৯।
