ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে জিতে নেয় বাংলাদেশ। এই জয়ে দীর্ঘ ৯ বছর পর বাহিরের দেশে কোন সিরিজ জিতল বাংলাদেশ।

তবে গতকালকে ম্যাচে বাংলাদেশের বোলারদের দারুণ ভাবে আক্রমণ করে ক্রিস গেইল-রোভমান পাওয়েল। ৬৬ বল খেলে ৭৩ রান করে গেইল আউট হলেও রোভমান পাওয়েল ছিলো অপ্রতিরোধ্য। শেষের দিকে যেমন ভাবে খেলছিলো মনে হয়েছে ওয়েস্ট-ইন্ডিজই সিরিজ জিতে নিবে।

তবে ৪৮ তম ওভারের প্রথম বলে হোল্ডারকে শিকার করে মুস্তাফিজ। আর তখন টিভি স্ক্রিনে দেখা যায় মাঠে থাকা পাওয়েলের দিকে যাচ্ছে মাশরাফি। আর সেই মুহুর্তে পাওয়েলকে মানসিক চালে ঘায়েল করেন মাশরাফি। তবে হাল ছেড়ে দেওয়ার পাত্র পাওয়াল নয়। তখন পাওয়েল বলেন, ‘তোমার কি মনে হয়, এই ওভারে (৪৯তম ওভারে) ২৪ রান নিতে পারব না?’ তখন মাশরাফি বলেন, ‘আমার মনে করা পরে, তুমি কী মনে করো, পারবে?’

মাশরাফির কথায় পাওয়েল জবাব দেয়, ‘অবশ্যই পারব।’ এর পর মাশরাফি বলেন, ‘তুমি মনে হয় স্বপ্ন দেখছ!’ তবে শেষ পর্যন্ত পাওয়েলের ৪১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসটা বৃথায় গেল। তবে পাওয়েল মাশরাফিকে বেশ সম্মান করেন।

মাঠের মধ্যে যায় হয়েছে না কেন ম্যাচের আগের দিন নেটে মাশরাফির সঙ্গে দেখা করেন পাওয়েল। তিনি বলেছিলেন, ‘তুমি আসলেই এক যোদ্ধা! উই অল রেসপেক্ট ইউ ম্যান।’