
মাশরাফিকে টি২০ ক্রিকেটে ফেরাতে জোর কদমে মাঠে নামছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট প্রেমী এমন একজনকে পাওয়া যাবে না যিনি মাশরাফিকে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখতে চায় না। মাশরাফি ওয়েস্ট-ইন্ডিজ সফরে দেশকে ওয়ানডে সিরিজ উপহার দিয়ে দেশে চলে আসলেন। কারণ মাশরাফি টি-টোয়েন্টি খেলে না। তবে অক্টোবরে জিম্বাবুয়ে আর নভেম্বরে উইন্ডিজ বাংলাদেশ সফর করবে। জিম্বাবুয়ের বিপক্ষে নেই টি-টুয়েন্টি সিরিজ তবে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজ আছে। তাহলে কি দেশের মাঠিতে টি২০ সিরিজে দেখা যাবে মাশরাফিকে?
এই প্রশ্নটি এখন বিসিবির অভ্যন্তরেই আলোচিত প্রসঙ্গ গুলো মধ্যে অন্যতম। বিসিবির বোর্ড পরিচালকদের মধ্যেও মাশরাফিকে হোম সিরিজে ফেরানোর প্রসঙ্গটি উঠে এসেছে। বিসিবিরই এক সিনিয়র পরিচালক জানিয়েছেন।
ঐ পরিচালক বলেন, ‘উইন্ডিজে ২-১ এ ওডিআই সিরিজে জেতার পর টি-টুয়েন্টি সিরিজও জিতেছে বাংলাদেশ । তবে মাশরাফিকে নিয়ে বিসিবিতে আলোচনা হচ্ছে। হোম সিরিজে মাশরাফিকে ফেরানোর প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে সেটা লিখিত আকারে প্রস্তাবনায় আসবে। এখানে মাশরাফির বক্তব্যটাও জরুরী বিষয়।’
তবে ক্রিকেট ক্রিকেট ভক্তদের ধারণা। ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে আবারো টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবেই ফিরবেন মাশরাফি।
এর আগে বেশ কবারই আলোচনায় আসলেও টি২০ ক্রিকেয়ে ফেরানো যায়নি মাশরাফিকে। তবে এবার আটঘাট বেঁধেই মাঠে নামতে চলেছে বিসিবি।
