২০০৬ সালে ভারত বাংলাদেশের মধ্যেকার প্রথম টেস্টে ৩৮৭ রানের লক্ষে চতু্র্থ দিনে ব্যাট করতে নেমে ১৪৯ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। এ সময় ব্যাটিং করতে নামেন মাশরাফি। ১৩৬ মিনিট ব্যাট করেন ম্যাশ। ৯১টি বল মোকাবিলা করে ৭৯ রানের এক প্রতিরোধ ইনিংস খেলেন মাশরাফি! ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা ছিল। শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ২১ রান দূরে থাকতে বিক্রম সিংয়ের বলে বোল্ড হয়ে ফিরেন মাশরাফি।

এ ম্যাচটিতে বল হাতে ৫ উইকেট(১ম ইনিংসে ৪ উইকেট ছিল) ও ব্যাট হাতে ৭৯ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচের পুরুষ্কার পান মাশরাফি। ম্যাচটি ড্র হয় বৃষ্টির জন্য।