কি অবাক হচ্ছেন সকলে। এশিয়া কাপে অভিষেক হয়ে গেছে ২০০৮ সালেই। সেই অভিষেকের পর থেকেল প্রত্যেকেটি এশিয়া কাপে খেলেছেন মাশরাফি। তবে কি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে? সেটিও অতীত হয়ে গেছে। দুই বছর আগে ঘরের মাঠে অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টে অভিষেক ঘটেছে মাশরাফির। তাহলে কিসের অভিষেক?

১৯৮৪ সাল শুরু হয় এশিয়া কাপ। আর সব সময় এশিয়া কাপ ছিল ওয়ানডে ফরমেটে। এর মধ্যে ২০১৬ সালের এশিয়া কাপ হয়েছিল টি২০। কারণ সেই বছর টি২০ বিশ্বকাপের কথা চিন্তা করে আয়জন করা হয়েছিলো। আর সেই বছর এশিয়া কাপে টি২০ অধিনায়ক হিসেবে অভিষিক্ত হন মাশরাফি। কিন্তু ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে অধিনায়ক হিসেবে এখনও অভিষেক হয়নি মাশরাফির।

আরব আমিরাতেই ঘটবে মাশরাফির সেই অন্য রকম অভিষেক। ওয়ানডেতে মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চসংখ্যক উইকেটশিকারি। আর মাত্র ৫ উইকেট পেলেই প্রথম বাংলাদেশি হিসেবে এই সংস্করণে আড়াই শ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মাশরাফি।