কাপ্তান মাশরাফি সব সময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে থাকেন। দলের প্রয়োজনে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন মাশরাফি। আর এবার সেই তালিকায় সবাইকে ছাড়িয়ে দেন টাইগার দলপতি।  ২০১৫ সালের পর থেকে ওয়ানডে ক্রিকেটে প্রথম ১০ ওভারে ব্রেক থ্রু এনে দেয়ার দিক থেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন মাশরাফি।

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ৪৬টি ইনিংস খেলে প্রথম ১০ ওভারে উইকেট শিকার করেছে ২৩টি। যেখানে ইকোনমি রেট ৪.২৯ এবং গড় ৩৪.৫৬।

মুস্তাফিজুর রহমান ২২টি ইনিংস খেলে প্রথম ১০ ওভারে উইকেট শিকার করেছে ১৩টি। ইকোনমি রেট ৫.০১ এবং গড় ২৮.৫৩।

সাকিব ২৪টি ইনিংস খেলে উইকেট শিকার করে ১২টি। ইকনোমি রেটের পরিমাণ মোটে ৪.১৮ এবং গড় ২০.৯১।

মিরাজ ১০ ইনিংস খেলে প্রথম ১০ ওভারে শিকার করেছে ৩টি উইকেট। ইকনোমি রেট ৪.৬৯, গড় ৫৬.৩৩।

রুবেল ১৮ ইনিংস খেলে প্রথম ১০ ওভারে উইকেট নিয়েছে ৩টি। ইকোনমি রেট ৫.০৫ এবং গড়ের পরিমাণ ৬৭.৩৩।