
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় একটি আসর। এই লীগকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের উন্মাদনার শেষ নেই। সর্বশেষ বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কের নাম যদি শুনতে চাওয়া হয়- তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ‘মাশরাফি বিন মর্তুজা’ নাম।
এখন পর্যন্ত বিপিএলের ৫ আসরের ভিতর ৪ টিতেই চ্যাম্পিয়ন হয়েছে তিনি। সবসময় যে শক্তিশালী দল নিয়েই জিতেছে এমনটি নয়। বরং, ২০১৫ সালে নরবরে কুমিল্লাকে শিরোপা জিতিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। অথচ টুর্ণামেন্ট শুরুর আগে সবাই ধরেই নিয়েছিল যে, আর যাই হোক কুমিল্লা প্রথম রাউন্ডে বাদ পড়বে!
সেই কুমিল্লাকে শিরোপা জিতিয়ে সমালোচনাকারীদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে তিনি ব্যাট ও বল হাতে কুমিল্লাকে একা টেনেছেন।
গত আসরেও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেয়া মাশরাফি দলের জন্য করেছেন অনেক কিছুই। দলের সেরা বোলার তো ছিলেনই, ব্যাট হাতেও জ্বলে উঠতে দেখা গিয়েছে কয়েকবার। সেই সাথে ওয়ান ডাউনে নেমে প্রায় ২৫০ স্ট্রাইক রেটে ৪০+ রানও করেছেন তিনি। বিপিএলের এবারের আসরে মাশরাফিকে অধিনায়ক হিসেবে ঘোষণা করল রংপুর রাইডার্স।
দ্বিতীয়বারের মতো রংপুর রাইডার্সের অধিনায়ক হতে যাচ্ছে মাশরাফি বিন মর্তুজা। আসছে বিপিএল আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
এক সুত্র থেকে জানা যায়, ‘অধিনায়ক নিয়ে একচুলও আপসোস নেই রংপুর রাইডার্সের। এদিকে বিপিএলের বিষয়ে বিসিবি`র বোর্ড মিটিংয়ে নতুন কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিপিএল ক্রিকেটের কিছু পরিবর্তন এনেছে বিসিবি।’
৫ বিদেশীর জায়গায় এখন খেলবে ৪ ক্রিকেটার। উল্লেখ্য বিপিএল শুরু হতে এখনো ৫ মাস বাকি আছে।
