আজ দুইটি রেকর্ডের সামনে দাড়িয়ে মাশরাফি। আর মাত্র একটি উইকেট পেলে, মাশরাফি ছাড়িয়ে যাবেন বিশ্বসেরা গতিদানব পাকিস্তানের কিংবদন্তি সোয়েব আক্তার কে। বর্তমানে ২৪৭ সমান সংখ্যক উইকেট নিয়ে পেসারদের মধ্যে, ম্যাশ এবং সোয়েব আক্তার যৌথভাবে ১৮ নাম্বারে অবস্থান করছেন।পাশাপাশি ২৫০ উইকেট থেকে মাত্র ৩ উইকেট দূরত্বে মাশরাফি ।

আজকের ম্যাচে ৩ উইকেট পেলেই ম্যাশ গড়ে ফেলবেন প্রথম বাংলাদেশী হিসেবে ২৫০ উইকেট মাইলফলকের এই অনন্য রেকর্ড। যা ওডিআই ইতিহাসে পেসারদের মধ্যে মাত্র ১৬ জন এবং স্পিনারদের মধ্যে মাত্র ৮ জন। ম্যাশের আর ৩৫ উইকেট হলেই পেসারদের মধ্যে সেরা দশে অবস্থান করবেন।