এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মিনিট। এই ম্যাচ খেলে কাল সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় এক সাংবাদিক মাশরাফিকে প্রশ্ন করে। প্রশ্নের উত্তরে কোপকাত প্রশ্ন কর্তা। কেননা মাশরাফিও তাকে সোজাসুজি উত্তর দিয়ে দিয়েছেন।

মাশরাফিকে প্রশ্ন করে ছিলো বিরাট কোহলির না থাকাটা নিশ্চয়ই আপনাদের জন্য সুবিধার হবে? জবাবে মাশরাফি বলেন, ‘আমাদেরও তো তামিম ইকবাল নেই। এটাও আপনাদের জন্য সুবিধা হওয়ার কথা’।

আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পরাজয় সুপার ফোরের ম্যাচে কোন ধরণের প্রভাব পরবে না। সেই সাথে আবার টানা দুই ম্যাচ। তাই দলের গুরুতপূর্ণ প্লেয়ারদের বিশ্রামে রেখে তরুনদের নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।