গতকাল আফগানদদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।  এমন সমীকরনের মাঠে নেমেছে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প কোন পথ নেই বাংলাদেশের সামনে। এমন  ম্যাচে দুর্দান্ত বল করে বাংলাদেশকে ৩ রানের জয় এনে দিয়েছেন মোস্তাফিজ। যার শেষ ওভারে প্রয়জন ছিলো ৮ রান। সে কারণেই ম্যাচ শেষে মুস্তাফিজকে প্রসংশায় ভাসিয়েছে মাশরাফি। ম্যাচ জয়ের পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন মোস্তাফিজের প্রতি।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, “ম্যাচের শেষ দিকে মোস্তাফিজ জাদুকরী বোলিং করেছেন। ৮ রানের জয় এটা খুবই কঠিন ছিল। সকল কৃতজ্ঞতা মোস্তাফিজের প্রতি।শুধু তাই নয় (আমরাতো ভেবেছি হেরেই যাচ্ছিলাম)। “

এছাড়াও মোস্তাফিজের ১০ না করার কারণ হিসেবে মাশরাফি বলেন, “বোলিংয়ের মাঝখানে মোস্তাফিজ একটু খোচা পেয়েছিলেন, আমরা চাচ্ছিলাম তাকে ১০ ওভার বল করাতে। কিন্তু সে পারতনা। কেননা এই প্রচণ্ড গরমে কাজটা অনেক কঠিন ছিল। ”