
গতকাল বাচামরার ম্যাচে আফগানদের বিপক্ষে মাথে নামে বাংলাদেশ। এই ম্যাচে মুস্তাফিজের শেষ ওভারে ৩ রানে জয় পায় বাংলাদেশ। প্রথমে টসে জিতে আফগানদের ২৫০ রান টার্গেট দেয়। জবাবে ২৪৬ রান করে আফিগানিস্তান। আর এই ম্যাচে অনেক গরম সয্যহ করতে হয়েছে সকল প্লেয়ারকে।
দুবাইয়ের ৪৩ ডিগ্রী তাপমাত্রার সেই সাথে রাতের বেলা শিশির। সব মিলিয়ে অসহ্য অবস্থা। এই অবস্থায় মোস্তাফিজ তো একবার বলেই ফেলেছিল আর পারছি না। মাশরাফি ঠিকই সাহস দিয়ে মুস্তাফিজকে কাজে লাগিয়েছেন।
আর ত্যাগ স্বীকার করেছেন মাশরাফি তা হয়ত আমাদের চোখে পড়েনি।
সাংবাদিকের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ”আমারও কষ্ট হচ্ছিল প্রচণ্ড। শরীর সাপোর্ট দিচ্ছিল না। কিন্তু আমি যদি নিজের এসব কথা বলি, অন্যরা আরও দমে যাবে। এজন্যই চেষ্টা করেছি ওদেরকে যত সাপোর্ট দেওয়া যায়।”
মাশরাফি আরো বলেন, ”মাঠে শিশির ছিল, ঘাম তো দরদর করে ঝরছিল। হাতে বল গ্রিপ করাই অসম্ভব হয়ে পড়ছিল। অনেকবার আমরা মাটিতে হাত ঘষেছি। লাভ বেশি হয়নি। সাকিবের কাজটা কঠিন হয়ে পড়ছিল।”
গতকাল দুই উইকেট শিকার করে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি।
মাশরাফি বলেন, ”শিশির আর ঘামে ভিজে বল ব্যাটে যাচ্ছিল ভালোভাবে। আমার, মোস্তাফিজের অনেকগুলো কাটার গ্রিপ করেনি। অন্তত ৬টি কাটার গ্রিপ করেনি। শেষ দিকের ছক্কাটি খেলাম বল গ্রিপ করেনি বলেই। এরপরও শেষ পর্যন্ত ভালো ভাবেই শেষ করতে পেরেছি, এটাই আসল কথা।”
