
মাশরাফি বাংলাদেশ জাতীয় দলের একজন সফল পেইজ বলার। আন্তজাতিক ক্রিকেটা পা রাখার পর থেকে দলের হয়ে আলো ছড়াচ্ছেন। মাঝখানে ইঞ্জুরিতে পারে এই পেসার। তাই লম্বা সময়ের জন্য ক্রিকেটের বাহিয়ে থাকে মাশরাফি।
মাশরাফি যখন বলিংয়ে নামে তখন তাকে নো বল করতে দেখা যায় না। খুব কম হয় তার নো বল। কিন্তু আফ্রগানিস্তানের বিপক্ষে দুইটি নো বল করে মাশরাফি। এবং এই ম্যাচে মাশরাফিকে সাবধান করে আম্পায়ার। প্রয় ৩০ বারের মত সাবধান করা হয়।
মাশরাফি মনে করেন প্রচণ্ড গরমে পানিশূন্যতা কারণে এমনটা হয়েছে। এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, “আফগানিস্তান ম্যাচেও ইনজুরিতে পড়ার আশঙ্কা ছিল আমার। একটা সময় সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। বুঝতে পারছিলাম খারাপ কিছু হতে পারে। মাঝে ড্রিংকসের সময় দুই ওভার করে বাইরে গিয়ে এনার্জি ড্রিংকস খেয়েছি। কিন্তু কাজ হচ্ছিল না। আসলে শরীর থেকে বেরিয়ে যাওয়া ঘাম রিকভার হচ্ছিল না।
সেই ম্যাচে আম্পায়াররা অন্তত ৩০ বার আমাকে সাবধান করে বলেছেন, ‘ভেরি ক্লোজ টু নো বল!’ তারা আমাকে সাবধান করার পর মাথায় শুধু ‘নো বল’ ‘নো বল’ ঘুরেছে। বোলিংয়ের সময় ভাবতে হয়েছে যেন ‘নো বল’ না হয়। এভাবে বোলিং করা খুব কঠিন”।
