
গতকাল এশিয়া কাপের ফাইনালে উঠার লক্ষে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু মুশফিক ও মিঠুনের জুটিতে পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
এর পর মুস্তাফিজ ও মিরাজের দুর্ধান্ত বলিংয়ে পাকিস্তানকে ২০২ রানে আটকিয়ে দেয়। এর ফলে ৩৭ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের পর মাশরাফি দলের সকলের প্রশংসা করেন।
ম্যাচ শেষে মাশরাফি বলেন, “আমরা আজ আমাদের বোলিং প্ল্যান একটু বদলেছিলাম। বোলাররা তাদের কাজ ভালোভাবে সম্পন্ন করেছে। মুশি খুব ভাল ব্যাটিং করেছেন এবং মিঠুনও ভাল ব্যাটিং করেছেন।”
এরপর দলের ফিল্ডিংয়ের প্রসংশা করে মাশরাফি বলেন, “আজ আমাদের ফিল্ডিং সত্যিই গর্ব করার মতো। অনেক সময় থেকে আমাদের এমন মানের ফিল্ডিং দেখা যায় না। আশা করি আমরা আমাদের এমন ফিল্ডিং চালিয়ে যাব। আমি ভাগ্যবান যে ক্যাচটা ধরতে পেরেছিলাম, ড্রপ পড়েনি। যদি তিনি(মালিক) আউট না হতে, হয়ত ম্যাচটি বের করে আনতেন। ট্রফি থেকে এখন আমরা এক ম্যাচ দুরে এবং আশা করি ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবেন।”
