
নতুন কাউকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা বাংলাদেশের। তবে ঠিক কাকে খেলাতে চান এমন ইঙ্গিত দেননি অধিনায়ক।
সে চমকের জন্য প্রস্তুত থাকতেও বললেন অধিনায়ক, দেখেন টুর্নামেন্টে তো আমরা নিজেরাই অনেক চমক পেয়েছি, আপনাদেরও যা চমকে দিয়েছে। বিভিন্ন সময়ে, বিভিন্ন খেলোয়াড়। যাহোক, পরিস্থিতির কারণে এমন হয়েছে।
সাকিব না থাকাটা তো অবশ্যই একটা সমস্যা। কালকেও এমন কাউকে দেখতে পারেন যে কখনো ওপেন করেইনি। এমনও হতে পারে। সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে।
