বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল এক্সপ্রেস খ্যাত কিংবদন্তীতুল্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে দেশের সবচেয়ে বড় সম্পদ বলে আখ্যা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন অভিমত ব্যক্ত করেন।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধনের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার জেলার তালতলী, বাগেরহাট জেলার ফকিরহাট, নড়াইল জেলার লোহাগড়া ও রংপুর জেলার পীরগঞ্জের অধিবাসীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। নরাইলের লোহাগড়ায় কনফারেন্সে আলাপকালে তিনি মাশরাফিকে দেশের সবচেয়ে জাতীয় সম্পদ আখ্যা করেন।

নড়াইলবাসীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কাছে দেশের সবচেয়ে বড় সম্পদ রয়েছে, নড়াইল আমার নিজের জায়গা। আমি সেখানে বহুবার গিয়েছি। আর আপনাদের তো সবচেয়ে বড় সম্পদ রয়ে গেছে।’

Also Read – ৮ রানের আক্ষেপ ঘুচালেন নাঈম, ৫ রানের আক্ষেপে রাব্বি

কী সেই দেশের সবচেয়ে বড় সম্পদ? প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফিই নড়াইলবাসীর সেই বড় সম্পদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ক্রিকেটে কত ভালো করছিমাশরাফি সেখানে নড়াইলের। সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের মাশরাফি।’

আলাপকালে মাশরাফির জন্য নড়াইলবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী, যাতে মাশরাফি ক্রিকেটের মাধ্যমে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলে ধরতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে মাশরাফির জন্য আপনারা দোয়া করবেন। সে যেন বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলতে পারে।’

এ সময় আরও নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পরনির্ভরশীলতা পরিহার করার প্রয়াস জানিয়ে তিনি বলেন, শুধু বর্তমানে যারা আছেন তারাই ননআমাদের তরুণ প্রজন্ম বা আগামী প্রজন্ম যাতে উন্নত জীবন পায়সেই পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ স্বাধীন দেশ। অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে নাভিক্ষা করে চলবে না।’