
বাংলাদেশ ক্রিকেটের আরের নাম মাশরাফি। তিনি এখন ওয়ানডে সিরিজ খেলে যাচ্ছে। কিন্তু টি২০ ক্রিকেটে নেই। গত বছর শ্রীলংকা সফরে হঠাৎ করে টি২০ ক্রিকেটে খেলবে না বলে জানিয়েদেন তিনি। এর পর অনেক অনেক অনুরোধ করার পরও ফিরেনি টি২০ ক্রিকেটে।
এখন ক্রিকেট ভক্তদের মনে একটি প্রশ্ন ১০ ওভার পারলে ৪ ওভার কেন পারবে না। এমন প্রশ্ন বিসিবির মনেও। তাহলে কি আর ফিরবে না টি২০ ক্রিকেটে। তবে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে টি২০ ক্রিকেটে ঘরের মাঠে ফিরানো চেষ্টা করছে। যেহেতু জিম্বাবুয়ে বিপক্ষে টি২০ সিরিজ নেই তাই ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজের কথা ভাবছে বিসিবি।
বিসিবি বলছে মাশরাফি নেতৃত্বে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ২-১ ওয়ানডে সিরিজ জিতার পর বাজে বাবে হার টি কে স্বাভাবিক বাবে নেয়নি বিসিবি। সেখানে বিসিবি মাশরাফির অভাব হারেহারে টের পেয়েছে। তবে এই বিষয়ে কথা বলেছে বিসিবির এক পরিচালক।
ঐ পরিচালক জানিয়েছেন, ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ২-১ এ ওডিআই সিরিজে জেতার পর পরই ৭ উইকেটে টি-টোয়েন্টি ম্যাচে বাজে হার বিসিবি স্বাভাবিক ভাবে নেয়নি। এ নিয়ে বিসিবিতে আলোচনা হচ্ছে। হোম সিরিজে মাশরাফিকে ফেরানোর প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে।
