
মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের এক ভরসার নাম। যারা অধিনায়ক্ত্বে এগিয়ে চলছে বাংলাদেশ। এক সময় বাংলাদেশের ক্রিকেটে তেমন কোন উন্নতি ছিলো না। জয়ের দেখে পেত মাঝেমাঝে। যে কোন দল হেশেখেলে পরাজিত করত বাংলাদেশকে।
এর পর বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাল ধরে মাশরাফি। এর পর আর পিছন দিকে তাকে হয়নি বাংলাদেশকে। এখন বাংলাদেশ মাঠে নামে জয়ের জন্য। বর্তমানে যে কোন দলের জন্য আতংকের নাম বাংলাদেশ।
সর্বোশেষ ১৪ ডিসেম্বর ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ। আর এটি ছিলো অধিনায়ক হিসেবে মাশরাফির ৭০ তম ম্যাচ। এই ম্যাচে জয়লাভ করে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ২-১ সিরিজ জিতে বাংলাদেশ।
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর মাশরাফি তার ফেসবুক পেইজে লিখেন, আজকের প্রাপ্যর অনুভতিটা একটু অন্যরকম। আজকে আমি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে খেলেছি আমার ৭০ তম ম্যাচ। আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার কাছে। আমি আরও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক দলনেতাদের প্রতি।
যাদের দেখানো পথে হেঁটে আমি এতদূর আসতে পেরেছি। গাজি আশরাফ ভাই, মিনহাজুল আবেদিন নান্নু ভাই, আকরাম খান ভাই, আমিনুল ইসলাম বুলবুল ভাই, নাইমুর রাহমান ভাই, খালেদ মাসুদ ভাই, খালেদ মাহমুদ ভাই, হাবিবুল বাশার সুমন ভাই, রাজিন সালেহ, মোহাম্মাদ আশরাফুল এবং আমার বর্তমান দুই সহযোদ্ধা সাকিব আল হাসান ও মুশফিকুর রাহিম।
আমি আরো কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সকল মানুষকে যাদের ভালবাসা আর অনুপ্রেরণা না পেলে আমি এতদূর আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে পারি দিতে চাই বাকীটা পথও। দোয়া করবেন সবাই।
