
মাশরাফি বিন মুর্তাজার বিকল্প হিসেবে এখন পেইস আলরাউন্ডার খুজে পায়নি বাংলাদেশ। তার মত জেনুইন পেস অলরাউন্ডার পাচ্ছে না টিম বাংলাদেশ। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টি২০ দল ঘোষণার সময় আবার একই আফসোসের কথা জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানালেন, ‘মাশরাফির বিকল্প বের করা এ দেশে কঠিন একটি কাজ। মাশরাফি সব ফরম্যাটে একজন অসাধারণ পারফরমার আমাদের কাছে। দুর্ভাগ্যবশত মাশরাফি এখন টি-টোয়েন্টি খেলছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ওর মতো হয়তো পাচ্ছি না, তবে কাছাকাছি তৈরি করার সময় চলে এসেছে এখন। আমরা এখন একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে আছি। আমার বিশ্বাস, আগামী বিশ্বকাপের আগে অন্তত একজন বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে না কাউকে খুঁজে পাব।’
