
টি-টোয়েন্টি ক্রিকেটে মাশরাফিকে ছাড়িয়ে গেলো মুস্তাফিজ। সম্প্রিতি শেষ হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতেনেয় বাংলাদেশ। এই সিরিজে দুর্দান্ত বল করে তিন ম্যাচে ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারি বলার হয়েছেন মুস্তাফিজ। আর তাতেই উইকেট শিকারে মাশরাফিকে ছাড়িয়ে গেল কাটার মাস্টার।
বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বকার সাকিব আল হাসান। তিনি ৫৯ ম্যাচ খেলে নিয়েছেন ৮০ উইকেট।
দ্বিতিয় স্থানে আছে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার আবদুর রাজ্জাক। তিনি ৩৪ ম্যাচ খেলে নিয়েছেন ৪৪ উইকেট। মোস্তাফিজের অবস্থান রাজ্জাকের পর-ই।
তিনি মাত্র ২৪ ম্যাচ খেলেই পেয়েছেন ৪৩ উইকেট। অপরদিকে মোস্তাফিজের পর অবস্থান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি ৫৪ ম্যাচ খেলে নিয়েছেন ৪২ উইকেট।
তালিকার পাঁচে অবস্থান আল আমিন হোসেনের। তিনি মোট ২৫ ম্যাচ খেলে ৩৯ উইকেট নিয়েছেন।
