বাংলাদেশের সংগীতের অন্যতম কিংবদন্তী আইয়ুব বাচ্চু ( এ বি)  এর মৃত্যুতে শোকাহত আজ পুরো বাংলাদেশ।

আর কখনো কোন স্টেজে উঠে এবি মনের সুখে গাইবে না সেই তুমি কেন এত অচেনা হলে, ফেরারী এই মনটা,,এখন অনেক রাত আর আমি কষ্ট পেতে ভালোবাসির মত কালজয়ী গান।  সংগীত জগতের এই কিংবদন্তীর মৃত্যু ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে। তাই নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন তার মৃত্যু নিয়ে।

মাশরাফি তার ফেসবুকে লিখেন, “সবাইকে একা করে চলে যাবো অন্ধ ঘরে এই শহর গাড়ী বাড়ী কিছুই রবে না।”

——– আইয়ুব বাচ্চু——

রুবেল লিখেন, “ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।  সত্যি মানতে পারছি না আমি ছোটবেলা থেকেই জেমস ভাই বাচ্চু ভাই এদের গান শুনি. আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম. আল্লাহ এটা কি হয়ে গেল আসলে সবাইকে চলে যেতে হবে একদিন এটাই বাস্তবতা তার জন্য সবাই দোয়া করবেন..  আল্লাহ যেন প্রিয় শিল্পী কে বেহেশত নসীব করেন আমিন।”