
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৪ তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শসরুকর এক ম্যাচ জেতার পর দুঃসংবাদ শুনতে হলো রংপুর রাইডার্স ও ক্লাবটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। গত মঙ্গলবারের ম্যাচে স্লো-ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে মাশরাফি ও তার দলের সকল সতীর্থদের।
আসরের ২৪তম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামে মাশরাফি-গেইল-ম্যাককালামদের রংপুর। আর সেই শাসরুদ্ধকর ম্যাচটিতে ৩ রানে জয় পায় রংপুর। কিন্তু ম্যাচে নির্ধারিত সময়ে দুই ওভারের ঘাটতি ছিল মাশরাফিদের।
তাই দলনেতা মাশরাফিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুণতে হবে। এবং দলের অন্যদের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা যাবে।
মাঠের আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে অভিযোগ করলে শাস্তি মেনে নেন মাশরাফি। তাই অফিসিয়ালি কোনো শুনানির প্রয়োজন হয়নি।
স্লো-ওভার রেটের কারণে এর অাগে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছিল সিলেট সিক্সার্স অধিনায়ক নাসির হোসেনকে। দলের অন্যদের ২০ শতাংশ কাটা হয়েছিল।
