বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলে) এখন পর্যন্ত তেমন সুবিধা করতে পারেনি ব্রেন্ডন ম্যাককুলাম। প্রতি ম্যাচে ব্যার্থ হয়েছে ম্যাককুলাম। ম্যাচে তার ব্যাট যেন হাসছেই না।

ক্রিস গেইল গত ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছে যা আমাদের দলের জন্য প্রয়োজন ছিল।আমি আশাবাদী ব্রেন্ডন ম্যাককুলাম আগামী ম্যাচে ভালো খেলবে।

আমাদের অনুশীলন দেখে থাকলে দেখবেন একমাত্র ম্যাককুলাম-ই সব সময় চেষ্টা করছে। সে জানে এই উইকেট তার জন্য কঠিন। গতকালের উইকেটটা ভালো ছিল।

কিন্তু টি-টোয়েন্টিতে তো উইকেট গিয়ে সময় নেওয়ার সুযোগ নেই। আপনার ফর্ম ভালো যাচ্ছে না, যে আপনি উইকেট গিয়ে থিতু হবেন। ও এভাবে খেলে যদি রান করে, ওর জন্য ভালো হবে আমাদের জন্যও ভালো হবে।

আমি এখনও আশাবাদী ম্যাকাকালামও এগিয়ে আসবে।মাশরাফি বিন মুর্তুজা অধিনায়ক রংপুর রাইডাস।