
বিপিএলের ফাইনাললে রংপুর রাইডার্স।কিন্তু সেখানে ক্রিস গেইল থেকেও না থাকার মত- এমনটা কী করে হতে পারে! রংপুর রাইডার্স ফাইনালে টিকেট পাওয়ার আনন্দের মাঝেই সমর্থকরা পেয়েছে আরেকটি সুখবর।
বিপিএলের ফাইনাল খেলতে মাঠে নামার আগে অনেক বড় একটি সুখবর দিলেন মাশরাফি। ঢাকার বিপক্ষে ফাইনালে মাঠে দেখা যাবে এই ব্যাটিং দানবকে। সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা শুনিয়েছেন গেইলের ফিট হয়ে যাওয়ার খবরই।
তিনি বলেন, এই মুহূর্তে অনেকটাই ভালো আছেন গেইল। হাঁটা-চলায় তার কোনও সমস্যা নেই। তাই ফাইনালে তার খেলা নিয়ে আশাবাদী মাশরাফি, ‘গেইলের একটু ব্যথা আছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে না কোনও সমস্যা আছে। আজ (মঙ্গলবার) একটু দৌড়ালেই খেলতে পারবে। হাঁটা-চলাতে কোথাও কোনও সমস্যা হচ্ছে না।’
