বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে পরশ পাথরই বলা যায়। যেখানেই সে  স্পর্শ করে সেখানেই সোনা, সেখানেই শিরোপা।  গতকাল স্টেডিয়াম জুড়ে শুধুই মিছিল ছিলো ম্যাশ! ম্যাশ!মাশরাফি!!! বিপিএলে অধিনায়ক হিসেবে মাশরাফি এমন এক কীর্তি গড়েছেন যা বিশ্ব ক্রিকেটের আর কোন ক্রিকেটারের নেই। বিশ্বে যেকোন দেশের প্রিমিয়ার লিগ টি -২০ এর প্রথম ৩ আসরেই অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হবার পর প্রথম ৫ আসরের ৪ শিরোপা জয়!

ভারতের অধিনায়ক বিরাট কোহলি যেখানে ১ টি লিগ শিরোপা জিততে ১০ টি আইপিএল খেলে ফেলেছেন অথচ শিরোপা এখনও অধরা, সেখানে মাশরাফি ৫ এ ৪!  বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আসর বিপিএলের পাতায় পাতায় মাশরাফির জয়ের কাহিনী বর্ণিত। এবার সেই মাশরাফির নেতৃত্বে বিপিএলের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। এর আগেও অধিনায়ক হিসেবে এই ট্রফিটা তিনবার উঁচিয়ে ধরেছেন দ্য ক্যাপ্টেন মাশরাফি।

২০১২ সালে বিপিএলে প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সকে শিরোপা এনে দেন মাশরাফি। সেবার বরিশাল বার্নার্সকে হারায় মাশরাফির দল।

২০১৩ সালের ফাইনালে মাশরাফির ঢাকা হারায় টুর্নামেন্টে অসাধারণ খেলা চিটাগং কিংসকে। তৃতীয় আসরে মাশরাফিকে আর রাখেনি ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস। দেশি তারকাদের নিয়ে সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জেতান মাশরাফি বিন মুর্তজা।

২০১২ বিপিএল দিয়েই শুরু হয়েছে সব। সেবার নিজেদের আইকন হিসেবে মোহাম্মদ আশরাফুলকে বেছে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। চোটের সঙ্গে লড়তে থাকা মাশরাফিকে কেনার প্রতি কারও আগ্রহ না থাকায় সাধারণ মূল্যেই কিনে ফেলেছিল ঢাকা। সেই মাশরাফিকেই দলের নেতৃত্ব তুলে দেয় ঢাকা। ফলাফল? প্রথমবারে শিরোপা উৎসব ঢাকার। দ্বিতীয় বিপিএলেও মাশরাফিতে ভর করে ঢাকার শিরোপা উৎসব।

২০১৩ সালে সাকিব আল হাসানকে দলে টানল ঢাকা। সেবার ম্যাচ পাতানোর বেশ কয়েকটি ঘটনা ঘটিয়ে বিতর্ক প্রতিযোগিতার ভবিষ্যৎ প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল ঢাকা। শেষ পর্যন্ত অবশ্য মাশরাফির নেতৃত্বে আরও একবার শিরোপা জিতেছিল দলটি।

২০১৫ সালে নতুন করে নতুন চেহারায় হাজির হয়েছিল বিপিএল। মাশরাফিও দল পরিবর্তন করে চলে এলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। তিনি দল বদলেছিল ঠিক কিন্তু বিপিএল ভাগ্য নয়। তুলনামূলক ভাবে দুর্বল দল নিয়েও কুমিল্লাকে সেবার নেতৃত্বগুণে শিরোপা এনে দিয়েছেন মাশরাফি। কুমিল্লাকে প্রথম শিরোপা জিতিয়ে হ্যাটট্রিক করে ফেলেন মাশরাফির।

মাঝখানে ২০১৭ সালেও নতুন এক দলের দায়িত্ব নেয় মাশরাফি। রংপুর রাইডার্সকে শিরোপা এনে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। শেষ দিকে গেইলরা ভারটা হাতে তুলে নিলেন। তাতেই প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা উৎসব রংপুরের।