১২ তারিখ শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগ ৫ম আসর। এই আসরের শিরোপা হাতে তুলে মাশরাফির দল রংপুর। আর এবারের বিপিএলকে নিয়েই ক্রিকইনফো সেরা একাদশ ঘোষণা করে। সেই একাদশের ক্যাপ্টেন হিসেবে রাখা হয় মাশরাফিকে। আর সেই একাদশে থাকে ৪ জন বাংলাদেশী। ক্রিকইনফোর সেরা একাদশে সুযোগ পেলেন যারাঃ

একনজরে ক্রিকইনফোর দেওয়া বিপিএলের সেরা একাদশঃ

১) ক্রিস গেইল (রংপুর রাইডার্স),

২) এভিন লুইস (ঢাকা ডায়নামাইটস),

৩) মোহাম্মদ মিঠুন (রংপুর রাইডার্স),

৪) সিকান্দার রাজা (চিটাগং ভাইকিংস),

৫) মাহমুদউল্লাহ্‌ রিয়াদ (খুলনা টাইটান্স),

৬) কার্লোস ব্রেথওয়েট (খুলনা টাইটান্স),

৭) সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস),

৮) সুনীল নারাইন (ঢাকা ডায়নামাইটস),

৯) মাশরাফি বিন মুর্তজা- অধিনায়ক (রংপুর রাইডার্স),

১০) হাসান আলী (কুমিল্লা ভিক্টোরিয়ান্স),

১১) রশিদ খান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

দ্বাদশ খেলোয়াড়ঃ লুক রঞ্চি (চিটাগং ভাইকিংস)

সেরা কোচঃ টম মুডি (রংপুর রাইডার্স)