
আগামী মাসে শ্রীলংকা সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফর্মহীনতার জন্য দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং ৩১ জানুয়ারি থেকে লংকানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও ১৫ ফেব্রুয়ারি থেকে দু’ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ। এজন্য ঘোষিত স্কোয়াডের ক্যাম্প আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :
১) তামিম ইকবাল,
২) ইমরুল কায়েস,
৩) লিটন কুমার দাস,
৪) আনামুল হক বিজয়,
৫) নাজমুল হোসেন শান্ত,
৬) মোমিনুল হক,
৭) সাদমান ইসলাম,
৮) সাকিব আল হাসান,
৯) মুশফিকুর রহিম,
১০) মাহমুদুল্লাহ রিয়াদ,
১১) নাসির হোসেন,
১২) মোসাদ্দেক হোসেন,
১৩) সাব্বির রহমান,
১৪) মোহাম্মদ মিথুন,
১৫) সৌম্য সরকার,
১৬) মাশরাফি বিন মর্তুজা,
১৭) মুস্তাফিজুর রহমান,
১৮) তাসকিন আহমেদ,
১৯) শফিউল ইসলাম,
২০) আবু হায়দার,
২১) আবু জায়েদ,
২২) শুভাশীষ রায়,
২৩) রুবেল হোসেন,
২৪) আবুল হাসান,
২৫) কামরুল ইসলাম,
২৬) তাইজুল ইসলাম,
২৭) মেহেদী হাসান মিরাজ,
২৮) নাজমুল ইসলাম,
২৯) সানজামুল ইসলাম,
৩০) আরিফুল হক,
৩১) মেহেদী হাসান,
৩২) মোহাম্মদ সাইফউদ্দিন।
