আর মাত্র দিন কয়েক ত্রিদেশীয় সিরিজের আর সেই সিরিজকে সামনে রেখেই আজ অনুশীলন ম্যাচ খেলতে নামেন মাশরাফি-সাকিবরা। আর সেই অনুশীলন ম্যাচেই ঘটলো গন্ডগোল। সেই ম্যাচে সাব্বিরের করা একটা জড়ালো থ্রো আটকাতে গিয়ে আঙ্গুলে তীব্র ব্যাথা পান মাশরাফি। অবশ্য মাশরাফি সেই আঙ্গুল ভেঙ্গেছিলো গত বছর নিউজিল্যান্ড সিরিজে। আর সেই পুরানো ইনজুরি আবারও হানা দিলো মাশরাফির।

তবে চোটটা তেমন একটা গুরুতর নয় বলে জানা গিয়েছে বিসিবির তরফ থেকে। তাই মাশরাফির ত্রিদেশীয় সিরিজ মিস করার কোন কারন দেখছেন না বিসিবির চিকিৎসকরা।