ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে। টাইগার কাপ্তান মাশরাফী বিন মোর্তুজা এ সিদ্ধান্ত জানান।

বাংলাদেশ একাদশ:

১) তামিম ইকবাল,

২) এনামুল হক বিজয়,

৩) সাকিব আল হাসান,

৪) মুশফিকুর রহীম,

৫) মাহমুদউল্লাহ রিয়াদ,

৬) সাব্বির,

৭) নাসির,

৮) মাশরাফি,

৯) সাইফ উদ্দিন,

১০) মুস্তাফিজ,

১১) রুবেল।