
এত দিন বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের তালিকায় ম্যাচ জয়ের দিক থেকে সবার ওপরে ছিলেন হাবিবুল বাশার সুমন। বর্তমান জাতীয় দলের সহকারী এ নির্বাচকের অধীনে ৬৯ ওয়ানডে ম্যাচে ২৯টিতে জয় পায় বাংলাদেশ।
জাতীয় দলের সাব্কে এই অধিনায়কের চেয়েও কম ম্যাচে নেতৃত্ব দিয়ে সমান জয় উপহার দিয়েছেন মাশরাফি। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে একদিনের ক্রিকেটে ৫২ ম্যাচে ২৯টিতে জয় পায় বাংলাদেশ।
অাজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন মাশরাফি। শুভ কামনা রইলো কাপ্তানের জন্য
