শ্রীলংকার বিপক্ষে ফাইনাল ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন ওপেনার ইমরুল কায়েস। ত্রিদেশীয় সিরিজে টানা ৩ ম্যাচে দুর্ধান্ত জয়ের পর চতুর্থ ম্যাচে এসে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক ভাবে পরাজয় বরণ করে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের তামিম ইকবালের সাথে ওপেনিং করার কথা ছিল  ইমরুল কায়েসের।  কিন্তু ইনজুরির কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্কোয়াডে ছিলেন ওপেনার ইমরুল কায়েস। তবে, ফাইনাল ম্যাচের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন এই টাইগার ওপেনার।

এদিকে ত্রিদেশীয় সিরিজে তামিম ইকবালের সাথে কোন সুবিধাই করতে পারেননি উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তাই ফাইনাল ম্যাচে হয়তো তামিমের সাথে ওপেন করতে পারেন  ইমরুল কায়েস। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

ফাইনালের জন্য বাংলাদেশ দল

১) মাশরাফি বিন মুর্তজা,

২) সাকিব আল হাসান,

৩) তামিম ইকবাল,

৪) এনামুল হক বিজয়,

৫) মুশফিকুর রহিম,

৬) মাহমুদুল্লাহ রিয়াদ,

৭) নাসির হোসাইন,

৮) সাব্বির রহমান,

৯) মোহাম্মদ মিথুন,

১০) মুস্তাফিজুর রহমান,

১১) রুবেল হোসেন,

১২) আবুল হাসান রাজু,

১৩) মেহেদী হাসান মিরাজ,

১৪) মোহাম্মদ সাইফুদ্দিন,

১৫) সানজামুল ইসলাম,

১৬) ইমরুল কায়েস।