
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে মুখমুখি হয়েছে বাংলাদেশ বনান শ্রীলংকা। বাংলাদেশের প্রতিটি মানুষের আশা স্বপ্নের ট্রফি যেন মাশরাফি হাতে উঠে। সেই ট্রফি জয়ের লড়ায়ে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।
বাংলাদেশের একাদশ
১) তামিম
২) মিথুন
৩) সাকিব
৪) মুশফিক
৫) মাহমুদুল্লাহ
৬) মিরাজ
৭) মাশরাফি
৮) সাইফুদ্দিন
৯) সাব্বির
১০) মুস্তাফিজ
১১) রুবেল
