২০১৪ সালে অধিনায়ক এর দায়িত্ব পাওয়ার পর থেকে পাল্টে গেছে বাংলাদেশ। এর পিছনে যার ভূমিকা তার নাম মাশরাফি। তার হাত ধরে এসেছে সিরিজ জয়।

বিশ্বকাপে কোয়াটার ফাইনাল সহ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনাল সব তার হাত ধরেই এসেছে।

মাশরাফি এখন পর্যন্ত ৪৭টি মাচের অধিনায়ক ছিলেন তার ভিতর ২৭ টি ম্যাচে জয় পেয়েছে। অার পরাজিত হয়েছে ১৮ টি ম্যাচে।

তিনিই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে দেখছেন।

মাশরাফি বলেছেন, ‘সবাই তো আছে। এখন বাংলাদেশ ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়েছে, এখান থেকে শুধু এগিয়ে যাওয়াই সম্ভব। দু’একটা সিরিজ খারাপ হতে পারে। এটা প্রতিষ্ঠিত দলেরও হয়। তবে এখন যেখানে এসেছে, এখান থেকে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট সামনের দিকেই শুধু এগুবে।’

নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন মাশরাফি। আরো কতদিন খেলে যাওয়ার চিন্তা, এমন প্রশ্নে মাশরাফির জবাব, ‘দেখেন, কোন কিছুই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়। কারণ কালকেই একটা ইনজুরি হতে পারে। বা যে কোন সমস্যা হতে পারে।’