ত্রিদেশীয় সিরিজ শেষে সংবাদ সম্মেলনের সামনে টেস্টে ফেরার আগ্রহ প্রকাশ করলেন মাশরাফি বিন মোর্ত্তজা। জানালেন, টিম ম্যানেজমেন্ট চাইলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চান তিনি। তবে মাশরাফির আগ্রহে ভেটো দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, যদি দলের দরকার হয় অবশ্যই আমি চেষ্টা করব। এখন মাহমুদউল্লাহ আছে (ভারপ্রাপ্ত অধিনায়ক)। আমার বিশ্বাস যে ও দলকে চালিয়ে নিতে পারবে। আর সব সিনিয়র খেলোয়াড়ই তাকে সমর্থন করবে।

মাশরাফি আরো বলেন, সবাই জানে সাকিব না থাকাটা আমাদের জন্য অসুবিধাজনক। আসলে ইনজুরির সঙ্গে কিছু করার নেই। ম্যানেজমেন্ট চাইলেই আমি ভেবে দেখবো ফিরবো কিনা।

কিন্তু মাশরাফির আগ্রহকে গুরুত্ব দিলেন না বিসিবি প্রধান। জানালেন, ‘টেস্ট মাশরাফির জন্য আদর্শ নয়। টেস্ট খেলা অনেক কঠিন। তাকে আমাদের প্রয়োজন আছে। তবে যদি সে চায় আমরা এখনই (বাংলাদেশ) টি-টোয়েন্টি দলে তাকে ফেরাতে পারি।

২০০৯ সালে বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব পান মাশরাফি। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই ইনজুরির কবলে পড়েন মাশরাফি। সেই থেকেই টেস্ট থেকে দূরে বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক।