ক্রিকেটের পরাশক্তি দক্ষিণ আফ্রিকার জার্সির স্পন্সর ‘ক্রেস্টেল’ নামে একটি ড্রিংকস কোম্পানি (অ্যালকোহল জাতীয় ড্রিংকস)। তাই সেই জার্সি গায়ে দিয়ে খেলেন না দেশটির গ্রেট ক্রিকেটার হাশিম আমলা। যুক্তি, ড্রিংকস ইসলামী শরিয়ায় হারাম। সে জন্য ব্যক্তিগতভাবে হাশিম আমলা প্রতিমাসে ৩০০ ডলার জরিমানা গুণেন। আমলার এই ঘটনাটি বিশ্ব নন্দিত।

এবার ঠিক সেইরকমই একটি ঘটনা লক্ষ্য করা গেছে বাংলাদেশ ক্রিকেটে। যার কেন্দ্রবিন্দুতে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বরাবরই ধর্মভীরু। জার্সিতে বাঘের ছবি দেয়া অংশে টেপ মেরে দিলেন ক্যাপ্টেন ম্যাশ। কারণ তিনি সেই জার্সি পরে নামাজ আদায় করেন।