
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বোলিং ছেড়ে গ্লাপ্স হাতে রীতিমতো উইকেট পিছনে দাড়িয়ে কিপিংয়ের দায়িত্ব নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা! বাস্তবে কতটা সত্য সেটা বলা মুশকিল। তবে প্রিমিয়ার লিগের স্কোর বোর্ড তো তাই বলছে। শুক্রবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। বিকেএসপির মাঠে আবাহনীর বিপক্ষে মাঠে নামে কলাবাগান ক্রীড়া চক্র।
যেই ম্যাচের স্কোর বোর্ডে দেখা যাচ্ছে উইকেটকিপার মাশরাফি ব্যাট করছেন।

যদিও আবাহনীর উইকেটকিপার ওপেনার এনামুল হক বিজয়। তাহলে কেন কিপার হিসেবে মাশরাফিকে দেখানো হচ্ছে। এটি জানতে চাইলে আবাহনী ক্রিকেট দলের ম্যানেজার শেখ মামুন জানান, আমাদের কিপার হলেন বিজয়। হয়ত ওয়েবসাইটে ভুল দেয়া আছে।
ক্রিকেট বোর্ডের এই ওয়েবসাইটে আরও দেখা যাচ্ছে আবাহনীর অধিনায়ক নাসির হোসেন। তাহলে মাশরাফি নয় অধিনায়ক কি নাসির? এমন প্রশ্নের জবাবে এই ম্যানেজার বলেন, মাশরাফিই আমাদের অধিনায়ক। তবে কয়েকটা ম্যাচের জন্য সে নিজেই নাসিরকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন।
বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলারকে উইকেট কিপার বানিয়ে দেয়াটা সত্যিই হাস্যকর।
