
সাকিবের রেস্টুরেন্টে আজ সময় কাটালেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন সহ আরও অনেক ক্রিকেটার। আজ বুধবার সাকিব’স ৭৫ রেস্টুরেন্ট এর ফেসবুক পেইজে ক্রিকেটারদের একটি ছবি আপলোড করা হয়।
আর তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাকিব’স ৭৫ রেস্টুরেন্টে আমাদের প্রিয় ক্রিকেট টিমের ভ্যালেন্টাইনস ডে উদযাপন।
ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবে মাহমুদউল্লাহ রিয়াদ। আগামীকাল লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ।
আগামী ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ ম্যাচে সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আর সেখানে দলের নতুন এই অধিনায়ককে পরামর্শ দিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি তার কানের কাছে মুখ নিয়ে বলেছেন, কোনো টেনশনই করিস না।
বাংলাদেশ টিমে জেতার মতো বহুত প্লেয়ার আছে। ওরা পারফর্ম করলে দেশ ঠিকই জিতবে। একজই সঙ্গে অধিনায়কত্ব পাওয়ায় তাকে অভিনন্দিতও জানিয়েছেন মাশরাফি।
ভাঙ্গাচুরা দল নিয়ে অনেক ম্যাচই জিতিয়েছে মাহমুদুল্লাহ, আশা করি এবার ও পারবে।
