
বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের বিশ্বাস, মাশরাফি ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্তটাই নেবেন। অাজ মিরপুরে ওয়ালশ বলেছেন, ‘মাশরাফির ফেরার সিদ্ধান্তটা মাশরাফি এবং নির্বাচকদের ওপর নির্ভর করছে। ও কোন ভূমিকায় বাংলাদেশ দলকে সাহায্য করতে পারে, সেটা তাদের ওপর নির্ভরশীল। যদি তাকে ফিরতে বলা হয়, আমি নিশ্চিত মাশরাফি সঠিক সিদ্ধান্তটাই নেবে। এবং ওর নিজেরও বিশ্বাস আছে ও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।’
‘তাকে ফেরানোর যে কথা চলছে, সেটা দেখে আমি মোটেও অবাক নই। সে খুবই প্রতিভাবান। রাতারাতি তার রিপ্লেসমেন্ট পাওয়া সম্ভব না। তার রয়েছে স্কিল এবং অভিজ্ঞতা। তরুণদের ওই জায়গায় পৌঁছতে সময়ের প্রয়োজন। পাশাপাশি কঠোর পরিশ্রমে তাদের স্কিলের উন্নতিও করতে হবে’
