গত রবিবার শ্রীলংকা সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা কতেন বিসিবি। এই ১৬ সদস্যের দলে নেই মাশরাফি। তবে দলে না থাকলেও শোনা যাচ্ছে শ্রীলংকা সফরে যাচ্ছেন মাশরাফি। গত বছর শ্রীলংকা সফরে গিয়ে কলোম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। বছর না পেরুতেই আবারও বাংলাদেশ দল যাচ্ছে শ্রীলঙ্কা।

দলের সঙ্গে হয়তো বিমান ধরতে পারে মাশরাফিও। তবে খেলোয়াড় হিসেবে নয়, একজন “দর্শক”হিসেবে। এরইমধ্যে ঘরোয়া ক্লাব আবাহনী থেকে ছাড়পত্র পাবার বিষয়টিও সামনে এসেছে।

তবে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘একজন সমর্থক হিসেবে খেলা দেখবো’। যদি শ্রীলঙ্কায় এই পেস তারকা যান তাহলে সমর্থকের আদলে একজন মেন্টর হিসেবেই তাকে পাশে পাবে দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অনেক চেষ্টা করেও মাশরাফি বিন মুর্তজাকে ফেরাতে পারেননি টি-টোয়েন্টি দলে। অবসর ভেঙে দলে আবার খেলা শুরু করা এতটা সহজ বিষয় নয়, যুক্তিটা এমনই ছিল টি-টোয়েন্টির সাবেক অধিনায়কের। শুধু যুক্তিই নয় সঙ্গে ছিল অভিমানও। তাই তিনি আর দলে ফেরেননি বলেই গুঞ্জন রয়েছে।