
ওয়ানডে কাপ্তান মাশরাফি আফসোস করে বলেন, কখনো দেখিনি আমাদের দেশের গণমাধ্যম কোনো দেশের উপরে আক্রমণ করেছে। বরঞ্চ আমাদের খারাপ খেলা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে– এটা দেখেছি।
আমি দেখিনি বাইরের কোনো দেশকে আক্রমণ করতে বা দেশের ক্রিকেটারকে আক্রমণ করতে। তাই আমি বলবো আমাদের গণমাধ্যম নিয়েই আমরা গর্বিত অনুভব করছি।
তিনি আরও বলেন, মাঠের খেলা নিয়ে এমন সমালোচনা গ্রহণযোগ্য নয়। মাশরাফি বলেন, ‘শুনেছি তাদের ভাষা, পরিবার থেকে শিখেছি কেউ অভদ্রভাবে কাজ করলেও ভদ্র আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, এটা স্পোর্টস, এখানে যুদ্ধের কোনো কারণ দেখি না। ক্রিকেট শুধুই একটি খেলা। যার উদ্দেশ্য বিনোদন। আর এই খেলা নিয়ে সমর্থকদের মাঝে আবেগের বিচ্ছুরণ ঘটবেই। কিন্তু সবার এটাই প্রত্যাশা তা নির্দিষ্ট গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।
বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ‘অশালীন’ মন্তব্য অবাক করেছে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। ‘উস্কানিমূলক ওই মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘খেলাকে সীমাবদ্ধ রাখা উচিৎ খেলার মধ্যেই।
‘নিউজ ২৪’ নামে একটি ভারতীয় গনোমাধ্যম বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে একটি রিপোর্ তৈরি করেছে। ১ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিও রিপোর্ট পুরোটা ছিল মিথ্যা ভরা বাংলাদেশ বিদ্বেষ। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্ব ক্রিকেটের ‘বেয়াদব’ দল উল্লেখ্য করে টাইগারদের বিরুদ্ধে আইসিসি’র কাছে কড়া শাস্তির দাবি তুলেছে ভারতীয় ওই সংবাদ মাধ্যমটি।
ওই রিপোর্টে ছিল মিথ্যাচারের ভরপুর এ আজগুবি কথাবার্তায় পূর্ণ। নিউজপ্রেজেন্টার জানান, ভারতকে ফাইনালে মোকাবেলা করতে হবে বিশ্বক্রিকেটের ‘বেয়াদব’ দল বাংলাদেশকে। ভারতীয় ওই মিডিয়ার ভাষায় বাংলাদেশ নাকি নো বল নিয়ে ‘নাটক’ করেছে। এবং আম্পায়ারের সাথে বেয়াদবি করেছে।
এদিকে নিউজের ক্লিপে সংবাদ পাঠককে আরো বলতে শোনা যায়, ওইদিন বাংলাদেশের খেলোয়াড়রা নাকি বেয়াদবি করেছে, গুণ্ডাগিরি করেছে মাঠে। আর শ্রীলঙ্কার খেলোয়াড়রা নাকি টাইগারদের বোঝানোর চেষ্টা করেছে! কিন্তু নিউজ প্রেজেন্টার ভুলেও বললেন না, সোহানকে মাঠে ধাক্কা মেরেছিল কে?
ভারতীয় হিন্দি টিভি চ্যানেল ‘আজ তাক’-এ ক্রিকেট নিয়ে এক অনুষ্ঠানে বলা হয়, সেমিফাইনালে ‘বাত্তামিজি’ করে জিতেছে বাংলাদেশ। তবে ফাইনাল জিতবে ভারত। অনুষ্ঠানের উপস্থাপক সাঈদ আনসারি বলেন, খেলায় জেতা শিখলেও আদব শেখেনি সাকিবের দল। তাই ফাইনালে তাদের ‘তামিজ’ শেখাবে রোহিত শার্মার প্রতিনিধিত্বে ভারতীয় দল।
ভারতীয় গণমাধ্যমের এমন শিষ্টাচারহীন এবং উসকানিমূলক মন্ত্যবের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি দেশের গণমাধ্যমের প্রশংসা করেছেন তিনি। মাশরাফি বলেন, খেলাকে খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।
