
বিসিবি একাডেমিক ভবনের সামনে দাঁড়ানোছিললো ছয় ফিট এক ইঞ্চি লম্বা এক তরুণ। এক হাতে ছিলো ছোট একটা ব্যাগ আর অন্য হাতে ছিলো মোবাইল এবং মানিব্যাগ। কাছে যেতেই মিষ্টি একটা হাসি দিলো। কেমন আছেন জানতে চাইলে তিনি বললেন, ‘ভাল, তবে অনুশীলন না থাকায় ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে।’
এতখন কথা হচ্ছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের পেস অলরাউন্ডার ইয়াসিন মিশুর সঙ্গে। আজ অনুশীলন না থাকার কারণে বিশ্রামেই ছিল দলের সকলে। নানান আলোচনার মধ্যে তিনি জানালেন, আমি এখন বোলিং এর চেয়ে ব্যাটিংটা নিয়েই বেশি কাজ করছি।
ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে এই বোলার বলেন, সকলের মতই আমারও স্বপ্ন অনুর্দ্ধ-১৯ দলের পর জাতীয় দলে খেলা। আর জাতীয় দলে পেসার অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একজন পেস অলরাউন্ডারের খুব অভাব। মাশরাফি বিন মর্তুজাকে জাতীয় দলে পেস অলরাউন্ডার হিসেবে ধরা হলেও ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই তিনি বেশি কার্যকর। ব্যাট হাতে মাঝেমাঝে উজ্জল হতে পেরেছেন তিনি।
সম্প্রতি নানা আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একজন পেস অলরাউন্ডারের প্রয়োজনীয়তার কথা। ইয়াসিন মিশু চান সেই শূন্যস্থানটাই পূরণ করতে। হয়ত মাশরাফির সেই জায়গাটা পূরণ করতে টাইগার দলের আসতে পারে মিশু!
এখন কি নিয়ে কাজ করছেন? এমন প্রশ্নের জবাবে মিশু বললেন, ‘বর্তমানে আমরা ফিটনেস নিয়েই বেশি কাজ করছি। পাশাপাশি আমি ব্যাটিংটাকে নিয়ে কাজ করে নিয়ে যাচ্ছি, সঙ্গে বোলিংটা আছেই। সেটা নিয়েও সবসময় কাজ করে যাচ্ছি আমি।’
নিজের ব্যাটিং নিয়ে অনেক স্বপ্ন দেখেন এই পেসার। সব কন্ডিশনে যাতে নিজেকে মানিয়ে নিতে পারেন, সে জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদেরকে এখন বাউন্স বলে ব্যাটিং শেখানো হচ্ছে। যাতে আমরা নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে ব্যাট করার সময় বিপদে না পড়ি।’
অনুর্ধ্ব-১৯ দলের চলমান ক্যাম্পের মূল লক্ষ্য নিয়ে কথা বললে মিশু বলেন, ‘মূলতঃ নিউজিল্যান্ডে অনুঠিত অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপকেই সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প। তবে তার আগে আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজ খেলারও ইচ্ছা আছে আমাদের।’
২০১৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সে লক্ষ্যে এখন থেকেই নিজেদের প্রস্তুত করে তুলছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।
অনুর্দ্ধ-১৯ দলের ক্যাম্প আজ বিরতি ছিলো । তবে দু’জন ক্রিকেটার নিজেদের মত করে জিমনেশিয়ামে কিছুক্ষণ অনুশীলন করেছেন। এ ছাড়া সকল ক্রিকেটারই ছিলেন বিশ্রামে।
