ক্রিকেট ক্যারিয়ার জুড়ে তিনি একজন বোলার হিসেবেই পরিচিত। তবে মাঝে মাঝে ব্যাট হাতে ঝড় তুলতেও বেশ পটু তিনি। ডিপিএলে তার ঝড় সেঞ্চুরির ইনিংসও খেলেছেন তিনি। ৪র্থ বিপিএলে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে করেছেন ফিফটি। টি-২০তে মাঝে মধ্যে টপ অর্ডারে ব্যাটিং করতে দেখো যায় তাকে।

তবে এবার সকলকে চমকে দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামে মাশরাফি।ফতুল্লায় গুটি কয়েক দর্শক হয়তো প্রথম দেখায় অবাক হয়েছে। এটা কি সত্যিই মাশরাফি! তবে অন্য দিনের মতো আজ চমক দিয়ে সফল হতে পারেনি মাশরাফি। ২৫৭ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৭ রান করেই সাজঘরে ফিরেছেন মাশরাফি।